নিজস্ব সংবাদদাতা : কর্ম দক্ষতার প্রশ্নে এবার ফেডারেল কর্মীদের প্রতি কড়া নির্দেশনা দিলেন ইলন মাস্ক। তিনি বলেন, '' ফেডারেল কর্মীরা তাদের সাপ্তাহিক কাজের অগ্রগতি রিপোর্ট জমা না দিলে তাদের চাকরি হারাতে হবে।'' মূলত কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও জবাব দিহিতার ব্যবস্থা নিশ্চিত করতেই তিনি এই ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে। মাস্কের এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলেই তীব্র আলোচনা চলছে।