নিজস্ব সংবাদদাতা: আমেরিকায় H-1B ভিসা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি বলেন, H-1B ভিসার অনেকে অবৈধ সুযোগ নিচ্ছে। এই ভিসার নিয়মের সংস্কার হওয়া প্রয়োজন। সম্প্রতি ইলন মাস্ক এবং ভারতীয়-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামী সম্প্রতি অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। ইলন মাস্ক ও রামাস্বামী ট্রাম্প প্রশাসনের অংশ হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
এদিন ইলন মাস্ক এক বিবৃতিতে বলে, H-1B ভিসা বিশ্বের সেরা প্রযুক্তিবিদদের আমেরিকায় নিয়ে আসা হয়। কিন্তু এখন সেই H-1B ভিসার উদ্দেশ্য কার্যত ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, এই ভিসার সাহায্যে অনেক অনাগত আমেরিকায় আসেন, ভবিষ্যতে আমেরিকার নাগরিকত্ব পায়। এই ভিসায় নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করা প্রয়োজন। প্রসঙ্গত, ইলন মাস্ক নিজে দক্ষিণ আফ্রিকা থেকে কানাডা হয়ে আমেরিকায় H-1B ভিসায় এসেছিলেন।