নিজস্ব সংবাদদাতা: এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানি চালু করবেন এলন মাস্ক। বুধবার এলন মাস্ক জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য নতুন সংস্থা চালু করার সিদ্ধান্ত নিযেছেন। গত কয়েক মাস ধরেই বাজারে সাড়া ফেলে দিয়েছে ChatGPT। এবার তারই প্রতিদ্বন্দ্বী কোম্পানি চালু করা সিদ্ধান্ত নিলেন এলন মাস্ক।
এরই মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজও শুরু করে দিয়েছেন এলন মাস্ক। জানা গিয়েছে, xAI নাম নিয়েই চালু হয়েছে এই সংস্থা। এই সংস্থার অধীনে এক ডজন কর্মীও কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, এই কোম্পনির নেতৃত্বে থাকবেন মাস্ক।