নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টার পর টঙ্গার দক্ষিণে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। একই অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর ফের ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে ইএমএসসি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।