নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকো উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাত ২ টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এনওএএ/ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেমের মতে, সুনামি সৃষ্টি করার সম্ভাবনা কম।
মেক্সিকোর ন্যাশনাল সিসমিক সার্ভিস জানিয়েছে, সান হোসে দেল কাবো থেকে ১২২ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মেক্সিকোর ন্যাশনাল সিভিল ডিফেন্স কো-অর্ডিনেশন জানিয়েছে, 'যেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।'