নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভয়ানক কম্পনের সাক্ষী থেকেছে মরক্কো। এবার কেঁপে উঠলো আরো এক দেশের মাটি। চারিদিকে আতঙ্ক। সোমবার ফ্লোরেন্সের উত্তরে মধ্য ইতালিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে লোকজন। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। সতর্কতা হিসাবে কিছু এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিঘ্ন ঘটে রেল পরিষেবায়।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৮ পরিমাপ করেছে, যার কেন্দ্রস্থল ছিল ফ্লোরেন্স প্রদেশের প্রায় ৩০০০ বাসিন্দার শহর মারাদির কাছে।দমকলকর্মীরা এক্স প্ল্যাটফর্মে লিখেছেন যে আতঙ্কিত বাসিন্দারা জরুরী পরিষেবাগুলিতে কল করছেন। হতাহতের কোনো খবর নেই।