বাংলাদেশে দুর্গাপুজোয় জোর করে চালানো হল ‘মুসলমানি গান’! আতঙ্কে দেশের হিন্দুরা

বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Durga Puja: বেলিয়াঘাটার বসুবাড়িতে চল নেই বলি প্রথার, উৎসর্গ করা হয় মাছ

নিজস্ব সংবাদদাতা: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংলঘুদের ওপর অত্যাচারের খবর পাওয়া যাচ্ছিল। দুর্গাপুজোয় কতটা নিরাপত্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দিতে পারে, সেই বিষয়ে নজর ছিল অনেকের। পুজোর আগেই  বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মূর্তি ভাঙার অভিযোগ আসছিল। এবার অভিযোগ উঠল চট্টগ্রামের একটা দুর্গাপুজোর মণ্ডপে ইসলামী গান পরিবেশন করা হয়েছিল।  সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে যায়। 

কিন্তু প্রশ্ন উঠছে দুর্গাপুজোর মণ্ডপে ইসলামী গানের অনুষ্ঠান কেন? এদিকে এই ছবি ছড়িয়ে পড়তেই পুলিশ নড়েচড়ে বসে। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যায় তল্লাশি।  এরপর শুক্রবার পর্যন্ত অভিযান চলে। শেষ পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয় বলে খবর। শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের জেএমসেন হলে চট্টগ্রাম মহানগর পুজো উদযাপ পরিষদ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে একটি সংগঠন অনুষ্ঠানে যোগ দেয়।  তারাই দুটো ইসলামী গান পরিবেশন করে বলে জানা গিয়েছে।  মূলত সেই গানে যে ভাষা ব্যবহার করা হয়েছিল তা নিয়েই আপত্তি ওঠে। কারণ অনেকের মতে দুর্গাপুজো সর্বজনীন উৎসব হলেও সেখানে ইসলামি গান পরিবেশন করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে।  এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।