নিজস্ব সংবাদদাতাঃ একদম খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত। কোনও মানুষ নেই। উত্তাল রয়েছে সমুদ্র। এখন কার্যত এমনটাই হাল হয়ে রয়েছে ইজরায়েলের। বিখ্যাত তেল আভিভ সৈকত, যেখানে লোকেরা সকালে হাঁটতে এবং জগিং করতে আসত, ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে এখন সেখানে বিরাট নির্জনতা তৈরি হয়েছে।
মুহুর্মুহু রকেট হামলা বা অন্যান্য ধরনের সন্ত্রাসী হামলার ভয়ে বেরিয়ে আসতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ওপর 'আকস্মিক হামলা' চালায় এবং দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে রকেট নিক্ষেপ করে।