নিজস্ব সংবাদদাতা : একদিকে ইসরায়েল-ফিলিস্তিন, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন। যুদ্ধ যেন থামার কোনো লক্ষ্যণই নেই। আক্রমণ আর পাল্টা আক্রমণে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি ভয়াবহ। এরই মাঝে রাতের অন্ধকারে ঘটলো ড্রোন হামলার ঘটনা। তবে কি নতুন করে যুদ্ধ শুরু?
জানা যাচ্ছে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) গতকাল রাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলের খালিনো সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। ১৮টি ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছেছে বলে জানা গেছে।রাশিয়া অবিলম্বে ঘোষণা করেছে যে সমস্ত ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।