নিজস্ব সংবাদদাতাঃ চেকের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন বাসচালক নিহত ও ৭৬ জন আহত হয়েছে।
চেকের দ্বিতীয় বৃহত্তম শহর ব্রানোর কাছে ডি২ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আঞ্চলিক উদ্ধার বাহিনী।
কর্মকর্তারা জানান, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে প্রাগ যাওয়ার পথে একটি বাস অন্য বাসটির পেছনে ধাক্কা দেয়। গুরুতর আহত ১৪ জনের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের সঙ্গে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাকে সংযুক্তকারী মোটরওয়েটি বেশ কয়েক ঘণ্টা উভয় দিকে বন্ধ রাখতে হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে।