নিজস্ব সংবাদদাতাঃ মিরাটে ইউপি এসটিএফ-এর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা।
২০২১ সালে পশ্চিম উত্তরপ্রদেশের কুখ্যাত অপরাধী অনিল দুজানাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দুজানার বিরুদ্ধে ১৮টি হত্যা, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ ৬২টি মামলা রয়েছে।
বুলন্দশহর পুলিশ অনিল দুজানার উপর ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এবং নয়ডা পুলিশ তার উপর ৫০,০০০ টাকা পুরষ্কার রেখেছিল। তিনি ২০১২ সাল থেকে কারাগারে ছিলেন, কিন্তু ২০২১ সালে জামিন পেয়েছিলেন। পরে পুরনো মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত।