নিজস্ব সংবাদদাতা: একদিকে চলছে বিক্ষোভ। আর অপর দিকে চলছে ফরাসি পুলিশ অফিসারের জন্য অনুদান সংগ্রহ। এক সপ্তাহ আগেই ফ্রান্সের নান্তেরে শহরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল নাহেল নামে এক কিশোরের। তারপর থেকেই দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। সম্প্রতি জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসারের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষ ওই পুলিশ অফিসারের জন্য অনুদান দিয়েছে। অনুদান দেওয়ার ফলে এখনও পর্যন্ত ওই পুলিশ অফিসারের জন্য তৈরি করা অ্যাকাউন্টে জমা পড়েছে ৮৫০,০০০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ কয়েক কোটি টাকা। সোমবার সকাল পর্যন্ত ৮৫০,০০০ ইউরোর বেশি অনুদান পেয়েছেন ওই পুলিশ অফিসার।
মৃত কিশোর নাহেলের জন্য অর্থ সংগ্রহ করা শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এখনও পর্যন্ত নাহেলের পরিবারের জন্য যে পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে, তার তুলনায় অভিযুক্ত পুলিশ অফিসারের প্রাপ্ত অনুদানের পরিমাণ অনেক বেশি। এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নাহেলের দিদিমা।
তিনি জানান, যে মানুষটার জন্য নাহেলের মৃত্যু হল, তাঁকে এভাবে সমর্থন জানানো হচ্ছে, এই বিষয়টা সত্যি খুব দুঃখের। "ও (অভিযুক্ত পুলিশ অফিসার) আমার নাতির জীবন কেড়ে নিয়েছে। ওই মানুষটাকে শাস্তি পেতেই হবে", বলেন নাহেলের দিদিমা। তিনি আরও জানান, আইনের প্রতি তাঁর আস্থা আছে। এই ঘটনায় যে অপরাধী, সে শাস্তি পাবেই।
ফরাসি সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে যে, ওই ফরাসি পুলিশ অফিসারের নাম ফ্লোরিয়ান এম। ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে ১৭ বছরের কিশোর নাহেলকে গুলি করে এই পুলিশ অফিসার। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনার পর নাহেলের পরিবারের কাছে ক্ষমা চায় সে।
কিন্তু এরপর থেকেই ওই পুলিশ অফিসারের জন্য অনুদান আসতে শুরু করে। জানা গিয়েছে, গত সোমবার সকাল পর্যন্ত তাঁর নামে অনুদান জমা পড়েছে প্রায় ৮৫৩,০০০ ইউরো। ৩৭ হাজার ৮৭৪ জন এই ওই পুলিশ অফিসারকে অনুদান দিয়েছেন। এক একজনের কাছ থেকে তিন হাজার ইউরো এসেছে বলেও জানা গিয়েছে।
ফরাসি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ঘটনার দিন একটি মার্সেডিস বেঞ্জ চালাচ্ছিল নাহেল। তার সঙ্গে গাড়িতে তার এক বন্ধুও ছিল। সে জানিয়েছে যে, পুলিশ প্রথমে নাহেলকে বন্দুকের বাট দিয়ে মারে। তারপর গুলি চালায়।