নিজস্ব সংবাদদাতা: জো বাইডেনের শাসনের অবসান ঘটিয়ে মার্কিন রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
/anm-bengali/media/post_attachments/dip/images/15518403_110624-cc-ap-jd-usha-vance-img.jpg)
অপরদিকে কমলা হ্যারিসের স্থানে এবার ট্রাম্প আমলে আসছেন জেডি ভ্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন তিনি।