পাকিস্তানের রাস্তায় ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প! ভাইরাল ভিডিও

পাকিস্তানের শাহিওয়ালে রাস্তার ধারে ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
ন

নিজস্ব সংসবাদদাতা: আর মাত্র ছ’দিন পর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই কি তিনি পাকিস্তানে এসে পৌঁছেছেন? এমনই প্রশ্ন উঠেছে পাকিস্তানের শাহিওয়ালে। শহরের রাস্তায় এক খাবার বিক্রেতাকে দেখে অবাক হচ্ছেন সবাই। যাঁকে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, আর যিনি সুস্বাদু ক্ষীর বিক্রি করেন।

শাহিওয়ালের এই ক্ষীর বিক্রেতার নাম সেলিম বাগ্গা। ৫৩ বছর বয়সি সেলিমের চেহারা এতটাই ট্রাম্পের মতো যে, তাঁকে একবার দেখলে বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। স্থানীয় মানুষ এবং ক্রেতারা তাঁর দোকানে ভিড় করেন শুধু ক্ষীর কিনতেই নয়, তাঁর সঙ্গে ছবি তোলার জন্যও। সেলিমের এই বিশেষ চেহারার কারণে দোকানে লোকসমাগম লেগেই থাকে।

খাবার বিক্রেতা সেলিম শুধু ক্ষীর বিক্রি করেই থেমে থাকেন না, ক্রেতাদের গান শুনিয়ে আনন্দ দেন। মহম্মদ ইয়াসিন নামে এক ক্রেতা জানান, “তাঁকে দেখে মনে হয় যেন ডোনাল্ড ট্রাম্প নিজে ক্ষীর বিক্রি করতে এসেছেন। গান গাইতে শুরু করলেই আমরা মুগ্ধ হয়ে যাই।” আর এক ক্রেতা ইমরান আশরফ বলেন, “তাঁর তৈরি ক্ষীর যেমন সুস্বাদু, তেমনই তাঁর সঙ্গে সেলফি তোলার আনন্দ অন্যরকম। বন্ধুবান্ধবদের এই ছবি দেখিয়ে আমরা খুব মজা পাই।”

এই বিশেষ পরিচিতি নিয়ে সেলিম নিজেও বেশ খুশি। হাসিমুখে তিনি বলেন, “আমার চেহারা ট্রাম্পের মতো, তাই সবাই আমার সঙ্গে ছবি তুলতে আসে। এতে আমার ভালোই লাগে।” শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে সেলিমের বিশেষ আমন্ত্রণও রয়েছে। তিনি বলেন, “সাহেব, আপনি নির্বাচনে জিতেছেন। এবার একবার এখানে এসে আমার তৈরি ক্ষীর খেয়ে যান। আপনার ভালো লাগবে।”

ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এই ক্ষীর বিক্রেতার গল্প এখন শাহিওয়ালের গণ্ডি পেরিয়ে আলোচিত হচ্ছে। তাঁর এই বিশেষত্ব শহরের মানুষদের কাছে রোজকার জীবনে একটি আনন্দময় অভিজ্ঞতা এনে দিচ্ছে।