নিজস্ব সংবাদদাতাঃ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপন নথি রক্ষণাবেক্ষণের অভিযোগে ৩৭টি অভিযোগে নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন। মঙ্গলবার মিয়ামির একটি ফেডারেল আদালতে সাবেক প্রেসিডেন্টের বিচার চলাকালে ট্রাম্পের আইনজীবীরা জুরি বিচারের দাবি জানান।
ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লাঞ্চ বিচারককে বলেন, 'আমরা অবশ্যই দোষী না হওয়ার আবেদন করছি।'
বিচার বিভাগের গোপন নথি মামলায় ফৌজদারি অভিযোগ ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সামনের সারির প্রার্থীকে ঘিরে আইনি ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ মঙ্গলবারের শুনানিতে উপস্থিত ছিলেন।
ট্রাম্পের বিরুদ্ধে ৩৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে তিনি অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেছেন এবং বিচার বিভাগের তদন্তে সাক্ষ্য-বিকৃতি আইন লঙ্ঘন করে নথি গোপন করেছেন।