নিজস্ব সংবাদদাতা: আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল শাসনের চাকরির জন্য সম্ভাব্য প্রার্থীদের যাচাই করার জন্য প্রাইভেট কোম্পানিগুলিকে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এফবিআই প্রার্থীদের যাচাই করে। এই প্রসঙ্গে ট্রাম্পের তরফে জানানো হয়েছে, এফবিআইয়ের কাজ অত্যন্ত ধীর গতিতে হয়। এছাড়া এফবিআইয়ের একাধিক সমস্যা রয়েছে, সেই কারণে এফবিআইকে দিয়ে এই কাজটা করানো হয়নি। প্রেসিডেন্টের পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এফবিআউ বলে ডোনাল্ড ট্রাম্পের দল মনে করছে।
ব্যাক গ্রাউন্ড চেক করা মার্কিন প্রশাসনে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেই দীর্ঘদিনের নিয়মকে ডোনাল্ড ট্রাম্প কার্যত উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের এফবিআইয়ের প্রতি অবিশ্বাস দেশের নাগরিক সমাজের ওপর বাজে প্রভাব ফেলবে বলেও সমালোচকরা মনে করছেন। ট্রাম্প মার্কিন কংগ্রেসের সদস্যদের ব্যক্তিগতভাবে যে ব্যাকগ্রাউন্ড চেক করছেন, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে ইতিমধ্যে।