নিজস্ব সংবাদদাতা: ধ্বংসের মধ্যেও লুকিয়ে থাকে সৃষ্টি। ভয়াবহ ভূমিকম্প যখন কাঁপিয়ে দিচ্ছিল হাসপাতাল, তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এক প্রসূতি। হাসপাতালের ভিতরে অস্ত্রোপচার চলছিল, কিন্তু হঠাৎই প্রবল কম্পনে ওটি কেঁপে ওঠে। পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেন চিকিৎসকরা—প্রসূতিকে বেডে শুইয়েই বের করে আনা হয় রাস্তায়।
শুক্রবার মায়ানমারে ৭.৭ ও ৬.৪ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে তছনছ হয়ে যায় দেশটি। প্রাণ হারিয়েছেন ১,৬০০-র বেশি মানুষ, আহত প্রায় আড়াই হাজার। পাশের দেশ থাইল্যান্ডেও ভূমিকম্পের জোরালো প্রভাব পড়ে, বিশেষ করে ব্যাঙ্ককে।
/anm-bengali/media/media_files/2025/03/29/3M1jTCdy2bYq8vOXW4wo.jpeg)
ভূমিকম্পের সময় ব্যাঙ্ককের পুলিশ জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছিল এক প্রসূতির অস্ত্রোপচার। ঠিক সেই মুহূর্তেই শুরু হয় প্রবল কম্পন। মেডিক্যাল স্টাফরা সময় নষ্ট না করে প্রসূতিকে বেডে শুইয়ে দ্রুত হাসপাতালের বাইরে নিয়ে যান।
ভূমিকম্প থামতেই চিকিৎসকরা রাস্তাতেই অস্ত্রোপচার শুরু করেন। কিছুক্ষণ পরই সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন এবং প্রসূতির সেলাইও সম্পূর্ণ করা হয়।
এই অভূতপূর্ব ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকে একে "জীবনের জয়ের" প্রতীক হিসেবে দেখছেন।