নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি হয়েছেন মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।
যার ফলে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন উষা ভ্যান্স। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত হিন্দু নারী। ঊষা চিলুকুরি ভ্যান্স একজন মার্কিন আইনজীবী। তার পিতা কৃষ চিলুকুড়ি এবং মাতা লক্ষ্মী চিলুকুড়ি।