১ কেজি আলুর দাম ৫০,০০০ টাকা! চমকে উঠলো দেশ

আলু মানেই যে কমদামি সব্জি, সেই চিরাচরিত ধারণা বদলে যাবে এটা পড়লে। এই আলুর কেজিপ্রতি দাম ভারতীয় মুদ্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
potato

বোনোত্তে আলু

নিজস্ব সংবাদদাতা: আলু (Potato) মানেই যে কমদামি সব্জি, সেই চিরাচরিত ধারণা বদলে যাবে এটা পড়লে। এই আলুর কেজিপ্রতি দাম ভারতীয় মুদ্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা (Potato Price)। সেটা আবার পাওয়া যায় বছরে মাত্র ১০ দিন। ফ্রান্সের ইল দ্য নোয়ারমোরিতিয়ের দ্বীপে চাষ হয় এর। কিছুটা টকস্বাদের এই আলুতে মুখের মধ্যে নোনতা স্বাদও পাবেন। বোনোত্তে আলু (Bonnotte de Noirmoutie) খেতে হবে খোসাসমেত। একাধিক অসুখ থেকে সুরক্ষা দেয় এই আলু।