নিজস্ব সংবাদদাতা : প্রবল কম্পণ। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বহু ঘর-বাড়ি। মাথার ওপর ছাদ হারিয়ে বহু মানুষের ঠিকানা এখন অস্থায়ী তাঁবু। তার ওপর শীত। জীবন সংগ্রামের এক কঠিন অধ্যায়। আগুন জ্বালিয়ে চলছে শীতের মোকাবিলা। সব হারিয়েও মুখে হাসি নিয়ে আগুন পোহাতে সামিল শিশুরা। বড়দের কাছে বিষয়টি সংবেদনশীল। ছোট বয়সে এই ঘটনার গুরুত্ব শিশুমনে প্রভাব ফেললেও তাদের আশ্রয় বাবা-মায়ের কোল।