অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকার নিউ সুপার মার্কেট

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।

author-image
Aniruddha Chakraborty
New Update
ঝগফ

নিজস্ব সংবাদদাতাঃ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আগুনের কারণে শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে। উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।