নিজস্ব সংবাদদাতা: যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। কিয়েভ অঞ্চলে হামলা চালাতে ইরানের ড্রোন ব্যবহার করছে রুশ সেনা। তেমন ২০টি ড্রোনকে গুলি করে ভূপতিত করা হয়েছে বলে জানান ইউক্রেনের কর্মকর্তারা। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভের একাধিক এলাকা। ২ জন জখম হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে ন্যাটো। এর কয়েক ঘণ্টার মধ্যেই হামলা হয় কিয়েভে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পুনরায় জানিয়ে দেন যে, ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেওয়ার ব্যাপারে মস্কো একেবারেই রাজি নয়। এটা রাশিয়ার জন্য হুমকির কারণ হয়ে যাবে, জানান পুতিন।