নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সূত্র মারফত জানা গিয়েছে যে, এডিস মশার কামড়ে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত সে দেশে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন শিশুও রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও জানা গিয়েছে যে, চলতি বছরে ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৯ হাজার ৫৬৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চলতি মাসে ৮ হাজার ১০০ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।