টরন্টো বিমানবন্দরে বিধ্বস্ত ডেল্টা ফ্লাইট : সিইও এড বাস্তিয়ান যা বললেন, জানুন

ডেল্টা এয়ারলাইন্সের সিইও এড বাস্তিয়ান টরন্টো বিমানবন্দরে দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেছেন, আহতদের জন্য সমবেদনা ও জরুরি উদ্ধার কার্যক্রম চলছে।

author-image
Debapriya Sarkar
New Update
Plane

নিজস্ব সংবাদদাতা : টরন্টো-পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পর ডেল্টা এয়ারলাইন্সের সিইও এড বাস্তিয়ান এক বিবৃতিতে জানান, "আমরা এই দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। ডেল্টা পরিবারের সবাই আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে।" তিনি আরও বলেন, "আমি ডেল্টা এবং এন্ডেভার টিমের সদস্যদের এবং ঘটনাস্থলে প্রথম প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ জানাতে চাই।"

publive-image

প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে জানানো হয়েছিল যে তিনজন গুরুতর আহত হয়েছে।

publive-image

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, দুর্ঘটনাটি দুপুর ২:১৫ EST (১৯:১৫ GMT) সময় ঘটেছিল, যদিও আগে তারা দুর্ঘটনার সময় ৩:৩০ EST বলে জানিয়েছিল।

publive-image

উল্লেখ্য, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান ৮০ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।