নিজস্ব সংবাদদাতা: আবার সঙ্কটের মুখে স্মার্টফোন (Smart Phone) ব্যবহারকারীরা। এক নতুন ম্যালওয়ারের (Malware) মাধ্যমে ডেটা চুরির (Data Hack) প্রচেষ্টা করছে হ্যাকাররা (Hacker)। এর মাধ্যমে আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করা হতে পারে। আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। এই নতুন ম্যালওয়্যারের নাম কী জানেন? নয়া ম্যালওয়্যারের নাম Fleckpe। ইতিমধ্যেই Google Play Store-এর বেশ কিছু অ্যাপে এর হদিশ পাওয়া গেছে। HD 4K ওয়ালপেপার, ফিঙ্গারটিপ গ্রাফিটি, মাইক্রোক্লিপ ভিডিও এডিটর, বিউটি ক্যামেরা প্লাস, বিউটি ফটো ক্যামেরা, নাইট মোড ক্যামেরা প্রো, জিআইএফ ক্যামেরা এডিটর প্রো এবং ফটো ইফেক্ট এডিটর থাকলে ডিলিট করুন।