নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় অন্তত ১৪ জন নিহত এবং ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লিমেনকো জানিয়েছেন, উদ্বাস্তুদের মধ্যে ১৯০ টি শিশু রয়েছে।
ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের বন্যাকবলিত এলাকায় পাঁচজন নিহত ও সাত শিশুসহ ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ক্লাইমেনকো। তিনি আরও জানান, মাইকোলাইভ অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, বিধ্বস্ত বাঁধের উজানে অবস্থিত পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ জলবিহীন অবস্থায় রয়েছে।