নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান বাহিনী ক্রমাগত ইউক্রেনের হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে দীর্ঘ বছর ধরে। তবে যুদ্ধ থামার লক্ষণ দেখা যাচ্ছে না।
/anm-bengali/media/post_attachments/df127261-f49.png)
এবার ফের একবার ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।
/anm-bengali/media/post_attachments/ee8372d2-950.png)
ইউক্রেনের জাপোরিঝজিয়াতে হামলা চালানো হয়েছে। এই হামলায় বাড়ল মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে।