ভয়াবহ বন্যা! বাড়ছে মৃতের সংখ্যা, বাড়ি ফেরার অপেক্ষায় হাজার হাজার মানুষ

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় আরও দু'জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

author-image
Aniruddha Chakraborty
New Update
জম্বনবভ

নিজস্ব সংবাদদাতাঃ ইতালির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় আরও দু'জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমিলিয়া রোমাগনা অঞ্চলে ভারী বর্ষণে ঘরবাড়ি ও খামার বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা বন্যার জলে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

জানা গিয়েছে, বন্যাকবলিত একটি বাড়ির ভেতর ফ্রিজ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ৭০ বছর বয়সী দুই কৃষক। ইতিমধ্যে ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় রাভেনার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে বন্যার ঝুঁকিতে থাকা আরও তিনটি গ্রাম থেকে তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে।