নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে এবং দুই শিশু সহ আরও ২৩ জন আহত হয়েছে। এছাড়াও, ২৫০০ জনকে উদ্ধার করে এক নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
২৬ এবং ২৭ নভেম্বর ইউক্রেনের বেশ কিছু জায়গায় তুষারপাতের জন্য সাধারন জনজীবন ব্যাহত হয়েছে। যার ফলে বন্যা, বাড়ির ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট এবং ট্রাফিকের মতো সমস্যা দেখা দিয়েছে। রাস্তায় বরফ জমে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ৪১১টি বসতি বিদ্যুৎবিহীন ছিল।