নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার কড়া নিন্দা করেছেন জো বাইডেন। তবে রাজনৈতিক মহল বলছে যে, প্রাক্তন প্রেসিডেন্টের ওপরে এই হামলার ঘটনা বাইডেনের জন্য এক নতুন সমস্যা তৈরি করতে পারে আগামী দিনে।
এ ক্ষেত্রে প্রসঙ্গত যে, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরে তার কানে গিয়ে গুলি লাগে। কিন্তু তারপরেও ট্রাম্প তার হাতের মুঠি তুলে ভিড়ের দিকে তাকিয়ে স্বমহিমায় বক্তব্য ছুঁড়ে দেন। যা সমর্থকদের মন কেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এ ক্ষেত্রে প্রসঙ্গত যে, আমেরিকাতে চলত বছরেই হতে চলেছে নির্বাচন। তার আগেই এই ঘটনা ঘটে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের সাথে। সুতরাং, বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই ঘটনা আমেরিকার নাগরিকদের মনে এক দাগ কেটে যাবে। তাদের সমবেদনা হয়তো পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।