Cyclone Mocha : আসামেও ঘূর্ণিঝড় মোচার প্রভাব, বাড়ছে হাওয়ার গতি

ভারতে ঢোকেনি ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। বাংলাদেশ (Bangladesh) হয়ে মায়ানমারের (Mayanmar) দিকে রয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া।

author-image
Pritam Santra
New Update
CycloneMocha

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে ঢোকেনি ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। বাংলাদেশ (Bangladesh) হয়ে মায়ানমারের (Mayanmar) দিকে রয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। বাংলাদেশের সেন্ট মার্টিন্স, কক্স বাজার সহ মায়ানমারের বেশ কিছু এলাকা ইতিমধ্যে লণ্ডভণ্ড হয়েছে মোচার দাপটে। আসামেও (Assam) ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার আসামে ক্রমে বাড়বে হাওয়ার বেগ।