নিজস্ব সংবাদদাতাঃ স্থানীয় নেতৃবৃন্দ, কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮১ জনে দাঁড়িয়েছে। রবিবার ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বেগে বাতাস বয়ে যাওয়ায় মোচা আঘাত হানে, বিদ্যুতের পাইলন ভেঙে পড়ে এবং কাঠের মাছ ধরার নৌকাগুলো স্প্লিন্টারে ভেঙে পড়ে। স্থানীয় নেতারা জানান, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের বু মা ও নিকটবর্তী খাউং ডোকে কার গ্রামে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।
জানা গিয়েছে, রাখাইনের রাজধানী সিতওয়ের উত্তরে রাথেডং শহরের একটি গ্রামে মঠ ধসে ১৩ জন এবং পার্শ্ববর্তী একটি গ্রামে ভবন ধসে এক নারী নিহত হয়েছেন। সিতওয়ের কাছে বু মা গ্রামের প্রধান কার্লো বলেন, 'শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।"