নিজস্ব সংবাদদাতা: ক্রমশই চিন্তার কারণ হয়ে উঠছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। ১৫ জুন সন্ধ্যায় গুজরাটের জাখাউ উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। 'বিপর্যয়' কচ্ছের রাণ বরাবর ভারতের রাজস্থানে পর্যন্ত যাবে বলে আশংকা করা হচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় 'বিপর্যয়' পাকিস্তানের করাচি থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে পৌঁছেছে এবং পার্শ্ববর্তী উপকূল অতিক্রম করতে চলেছে। বর্তমানে ভারতে ঘূর্ণিঝড় 'বিপর্যয়ে'র পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।