সহিংসতায় ২২ জনের মৃত্যু! জারি কারফিউ

উত্তর হন্ডুরাসে সহিংসতায় ২২ জনের মৃত্যুর পর কারফিউ জারি করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
 ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ হন্ডুরাসে সহিংসতা বেড়ে যাওয়ায় পৃথক হামলায় ২২ জন নিহত হওয়ার পর দেশটির উত্তরাঞ্চলীয় দুটি শহরে রবিবার কারফিউ ঘোষণা করেছে সরকার।

পুলিশের প্রেস অফিসের কর্মকর্তা এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ড হলে ভারী অস্ত্রধারীরা গুলি চালালে ১১ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।

প্রেসিডেন্ট শিওমারা কাস্ত্রো চোলোমায় রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত ১৫ দিনের কারফিউ ঘোষণা করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সান পেদ্রো সুলায় ৪ জুলাই থেকে আরও একটি কারফিউ কার্যকর হবে।

কাস্ত্রো বলেন, 'একাধিক অভিযান, আটক ও চেকপয়েন্ট শুরু করা হয়েছে।' 

তিনি বলেন, 'সরকার চোলোমার হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে এবং ধরতে সহায়তাকারীদের ৮০০,০০০ লেম্পিরা (৩২,৭০৭ মার্কিন ডলার) নগদ পুরষ্কারের প্রস্তাব দিয়েছে।'