নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জুড়ে হিন্দু বিদ্বেষীকতার মধ্যেই এবার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওর দরুণ ফের প্রশ্নের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, "বাংলাদেশের অসহায় হিন্দুদের উপর কি মর্মান্তিক নির্যাতন। সন্তোষ গাইন ও পরেশ সোম নামে দুই হিন্দুকে জেহাদিরা নির্মমভাবে হত্যা করে"। এই ভিডিও আপনার গায়েও কাটা দেবে। দেখুন সেই ভিডিও।