নিজস্ব সংবাদদাতা: কিছু দিন আগে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরান পুড়িয়ে দিয়েছিল এক ব্যক্তি। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ইসলাম প্রধান দেশগুলিতে। কোরানের এমন অবমাননার বিরুদ্ধে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে নামছে পাকিস্তানের জনগণ। পাক সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনার পর পাকিস্তানে একটি বৈঠক হয়, যার সভাপতিত্ব করেছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সুইডেনে কোরান পুড়িয়ে ফেলার বিষয়টি ভাল ভাবে নেয়নি পাকিস্তান সরকার। তাই এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৭ জুলাই, শুক্রবার সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে পাক সরকার। সেখানে সামিল থাকবে সাধারণ মানুষ। বিরোধী দলের সদস্যদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।