নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা রামজানের প্রথম সপ্তাহে আল-আকসায় প্রার্থনাকারীদের সংখ্যা নিয়ন্ত্রণ করবে না। তবে পরিস্থিতির ওপর বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রবিবার রাতে সেখানে ইজরায়েলের একাধিক বিধিনিষেধ ছিল। জেরুজালেমের ওল্ড সিটিতে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। প্যালেস্তাইনের যুবকরা রাস্তাতেই প্রার্থনা করতে বাধ্য হয়েছিলেন।
/anm-bengali/media/media_files/ZJaVA1TJ8mlchtNYTdFR.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)