যতদূর চোখ যায়, শুধুই ধ্বংস…!

বেশিরভাগ কম্পনের মাত্রায় কখনও ৬ তো কখনও ৭.৬।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
japan-earthquake-kanazawa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিধ্বস্ত জাপান। বিধ্বস্ত টোকিও সহ বিস্তৃর্ণ এলাকা। সোমবার দুপুরের পর থেকে এখনও পর্যন্ত ১৫৫ বার আফটার শকে কেঁপেছে জাপানের একাধিক এলাকা। আর তার মধ্যে বেশিরভাগ কম্পনের মাত্রায় কখনও ৬ তো কখনও ৭.৬। গতকাল জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর কানাজাওয়া এবং ইশিকাওয়া সবচেয়ে বেশি বিধ্বস্ত। সেখানে যে দিকেই চোখ যাচ্ছে, সেখানেই শুধু ধ্বংসের ছবি ধরা পড়েছে। তারই এক ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এনেছে সংবাদ মাধ্যম রয়টার্স। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও –

 

hiren