নিজস্ব সংবাদদাতা: টুইটারের (Twitter) পথ অনুসরণ করে ওয়াল্ট ডিজনি, গুগল, অ্যামাজন, মেটাসহ বিশ্বের তাবড় তাবড় সংস্থাগুলি দফায় বহু কর্মী ছাঁটাই (Job Layoff) করেছে। ভারতেও এর প্রভাব পড়েছে। কিন্তু ইউরোপের মতো নানা জায়গায় ছাঁটাই সংক্রান্ত বিভিন্ন আইন থাকায় তাদের অন্য পথ অবলম্বন করতে হয়েছে। এবার কর্মী ছাঁটাই অব্যাহত রাখতে এক বছরের অগ্রিম বেতন দেওয়ার (Advance Salary) টোপ দিচ্ছে সংস্থাগুলি। তবে শর্ত একটাই, সকলকে স্বেচ্ছায় অবসর (Voluntary Retirement) নিতে হবে।