নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচার চলছে। ওপার বাংলার নানা জায়গা থেকে নানা ভয় ধরানোর মতো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার এল কুমিল্লার একটি ভিডিও। যিনি ভিডিওটি শেয়ার করেছেন সেই অ্যাকাউন্টের নাম আহম মুস্তফা কামাল।
ভিডিওটির সঙ্গে লেখা রয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সারারাত ধরে চলেছে দফায় দফায় সংঘর্ষ। এমন ঘটনা বাংলাদেশে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনমন ৭১ এর মুক্তিযুদ্ধের পরেও ছিলো না।