নিজস্ব সংবাদদাতাঃ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো শনিবার বলেছেন, "নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত একটি কেলেঙ্কারিতে অর্থ পাচার ও অবৈধ সমৃদ্ধির অভিযোগে পুলিশ আমার ছেলে নিকোলাস ও ছেলের সাবেক স্ত্রী ডেসুরিস ভাসকুয়েজকে গ্রেপ্তার করেছে।"
গত মার্চে ভাসকুয়েজ অভিযোগ করেন, নিকোলাস পেট্রো ২০২২ সালে তার বাবার সফল প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য মাদক চোরাকারবারি ও চোরাকারবারিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন।
পেট্রো বলেন, 'আমি আমার ছেলের ভাগ্য ও শক্তি কামনা করি। এই ঘটনাগুলো তার চরিত্র তৈরি করুক এবং সে তার ভুলগুলো প্রতিফলিত করুক। একজন মানুষ ও বাবা হিসেবে এত আত্মধ্বংস দেখে কষ্ট হয়।'
প্রসিকিউটররা মানি লন্ডারিং এবং অবৈধ সমৃদ্ধির অভিযোগে নিকোলাস পেট্রোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে প্রেসিডেন্ট পেট্রো দেশটির প্রভাবশালী কোকেন লর্ডদের কাছ থেকে অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি নিজেই তার ছেলের তদন্ত দাবি করেছেন। নিকোলাস পেট্রো উত্তর আটলান্টিক বিভাগে তার পিতার দলের আইনপ্রণেতা ছিলেন।