নিজস্ব সংবাদদাতা: গরমের দিনে ডাবের জল অত্যন্ত উপকারী। বাংলাদেশের চাঁদপুরে শনিবার এক ব্যক্তির পায়ুপথে ছয় ইঞ্চির একটি ডাব ঢুকে যায়। চিকিৎসকরা এক্সরে করে এই খবর নিশ্চিত করেন। কিন্তু কীভাবে আস্ত একটা ডাব মলদ্বারে প্রবেশ করে। এক্সরের রিপোর্টে চমকে যান চিকিৎসকরাও। তাঁর স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী নারকেল গাছের মরা ডাল কাটতে উঠেছিলেন। সেইসময় তিনি গাছ থেকে পড়ে যান। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা এক ঘণ্টার অস্ত্রোপচারের পরে ডাবটিকে বাইরে নিয়ে আসেন।