নিজস্ব সংবাদদাতা : সদ্যই ঘূর্ণিঝড়ের ভয়াবহতার সাক্ষী হয়েছে বাংলাদেশ। তবে, ভোগান্তির এখানেই শেষ নয় বলে খবর। ফের দুর্যোগের মেঘ ঘনীভূত হওয়ার আশঙ্কায় আবহাওয়া অধিদফতর। জানা যাচ্ছে, বিপদে পড়তে পারে ১৮ টি জেলা। ঝড়-বৃষ্টির জোড়া ফলায় হতে পারে বিধ্বস্ত। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিকে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই শুরু হবে বৃষ্টি। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।