নিজস্ব সংবাদদাতাঃ নেপাল পুলিশ জানিয়েছে, অনুসন্ধানকারী দল নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটি লিখু পিকে গ্রাম পরিষদ ও দুধকুন্ডা পৌরসভা-২ এর সীমান্তে পাওয়া গেছে। কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা বলেন, 'গ্রামবাসীরা পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে।'
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি পাহাড়ের চূড়ায় একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। বাস্তোলা আরও বলেন, ''উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি।''
প্রসঙ্গত, নেপালে ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুল বলেন, "হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।"