বিনা বিচারে জেলে চিন্মকৃষ্ণ দাস , অপেক্ষার প্রহর গুণছে মা

হাসিনা সরকারের (Seikh Hasina) পতন। আওয়ামী লীগ ব্যানের প্রস্তাব। হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের পর কেটে গিয়েছে ২ মাস। কতদিন বিনা বিচারে জেলে? প্রহর গুণছে পরিবার। এই প্রথম ছেলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন চিন্ময়কৃষ্ণের মা সন্ধ্যারানি ধর।

author-image
Jaita Chowdhury
New Update
Chinmoy Krishna Das

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের (Seikh Hasina) পতন। আওয়ামী লীগ ব্যানের প্রস্তাব। হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের পর কেটে গিয়েছে ২ মাস। বিনা বিচারে এখনও বাংলাদেশের (Bangladesh) জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। তাঁর জামিনের দ্রুত শুনানির জন্য আবেদনও খারিজ হাইকোর্টের! 

ঢাকা হাইকোর্টে (Dhaka High Court) এখনও ১৬৫ নম্বরের শুনানি। ফের ২৪৯ নম্বরে সন্ন্যাসী ফের দ্রুত শুনানির আর্জি খারিজ। আর কতদিন বিনা বিচারে জেলে? প্রহর গুণছে পরিবার। এই প্রথম ছেলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন চিন্ময়কৃষ্ণের মা সন্ধ্যারানি ধর। বললেন, 'আমার ছেলে দেশদ্রোহী নয়। সনাতনীদের জন্য লড়াই করে'। সন্ধ্যারানির দাবি, 'রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে অভিযোগ, পরিবারকে নিয়েও কুৎসা চলছে।'