নিজস্ব সংবাদদাতা: ইসকন বাংলাদেশের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এরপরেই চরম শোরগোল শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার ট্যুইট করে বড় বার্তা দিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যুইট করে বলেছে, "সরকার বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়, ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে, এবং প্রত্যেক বাংলাদেশীর জন্য আইনের শাসন সমুন্নত রাখতে, কোন ভেদাভেদ ছাড়াই, দেশের আইনের অধীনে।"