বাড়ছে উত্তেজনা! তাইওয়ানে হাজির চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দ্বীপটিতে আটটি চীনা যুদ্ধজাহাজ ও ৪২ টি যুদ্ধবিমানের সন্ধান পাওয়া গেছে। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইপেইতে অবতরণের একদিন পর এই শক্তি প্রদর্শন করা হয়।

author-image
Aniruddha Chakraborty
New Update
aaq

Chinese warships in Taiwan

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দ্বীপটিতে আটটি চীনা যুদ্ধজাহাজ ও ৪২ টি যুদ্ধবিমানের সন্ধান পাওয়া গেছে। জানা গিয়েছে, তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করা ৪২ টি যুদ্ধবিমানের মধ্যে ২৯টি বিমান রয়েছে। লস অ্যাঞ্জেলেসে মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইপেইতে অবতরণের একদিন পর এই শক্তি প্রদর্শন করা হয়। সাই শনিবার বলেন, "তাইওয়ান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের মুখোমুখি হয়েছে। গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সহযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।" তিনি বলেন, 'স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় আমরা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে যাব।'