ফ্রান্সে আক্রান্ত চীনা পর্যটক !

ফ্রান্স ঘুরতে এসে বিপত্তি। বিক্ষোভকারীদের মুখোমুখি পড়ে গেলেন একদল চীনা পর্যটক। তাঁদের বাসে হামলা চালাল বিক্ষোভকারীরা। এই ঘটনার পর ফ্রান্স ছেড়েছেন চীনা পর্যটকরা। 

author-image
Ritika Das
New Update
paris police.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সিংবাদদাতা: ফ্রান্সের এই দাঙ্গার মধ্যে কেমন আছেন চীনের পর্যটকরা? চীনের রাষ্ট্রদূত রবিবার একটি বিবৃতিতে জানিয়েছেন, ফ্রান্সের দক্ষিণে একটি শহরে ট্যুর বাসে করে যাচ্ছিলেন চীনের একদল পর্যটক। সেই সময় তাঁদের বাসের উপর হামলা হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। 

এই ঘটনার পর চীনের রাষ্ট্রদূত ফ্রান্সের কাছে অভিযোগ জানান। চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্স সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এক কিশোরকে পুলিশ গুলি করে হত্যা করার পর থেকে ফরাসি শহরগুলিতে অশান্তি। একাধিক জায়গায় রীতিমত তাণ্ডব চালাচ্ছে দাঙ্গাকারীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার চীনা পর্যটকদের ওই বসে হামলা চালায় বিক্ষোভকারীরা। দূতাবাসের অফিস থেকে বলা হয়েছে যে, চীনা পর্যটকরা ফ্রান্স ছেড়ে চলে গিয়েছে।