নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিশ্বের প্রতিটি দেশের পণ্যের ওপরেই প্রচুর পরিমানে শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আমেরিকার এই শুল্কনীতি বিশ্বের প্রতিটি দেশের কাছেই বর্তমানে একটি মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই কড়া পদক্ষেপ নিল চীন।
/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
সম্প্রতি বেইজিং সরকার ঘোষণা করেছে যে, তারা আমদানি করা প্রতিটি মার্কিন পণ্যের উপর শুল্কের হার ৮৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। অর্থাৎ এবার শুল্কনীতিতেও আমেরিকাকে প্রবল চাপে ফেললো চীন।