পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত মিটছে! চিনা প্রেসিডেন্টের সঙ্গে মোদীর কী বৈঠক হল

ব্রিকস সম্মেলনের মধ্যে চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক বৈঠক হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
xi jinping

নিজস্ব সংবাদাতা: ব্রিকস সম্মলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, 'দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করে তুলতে এবং মেরামত করতে বিদেশমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের পর্যায়ের যে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগানো হবে।'এই বৈঠকে সাড়ে চার বছর পর পূর্ব লাদাখ ঘিরে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই নিয়ে ইতিবাচক আলোচনা হয়ে। পাঁচ বছর পর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে যাতে ভারত এবং চিনের মধ্যে সীমান্ত নিয়ে পূর্ব লাদাখ সীমান্তের কোনও সংঘাত না হয়, সেটার উপরেও জোর দেওয়ার কথা ইতিমধ্যে বলেছেন ভারতের বিদেশ সচিব।